Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

 

ক্রঃ নং

সেবার নাম

সেবার প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র  এবং প্রাপ্তির স্থান

সেবার মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রাপ্তির সময়সীমা

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবি, মোবাইল নম্বর ও ইমেইল)

০১

০২

০৩

০৪

০৫

০৬

০৭

০১

দুঃস্থ মহিলা উন্নয়ন কর্মসূচি(ভিজিডি)

ওয়ার্ড মেম্বারদের নিয়ে গঠিত ক্ষুদ্র দল তথ্য সংগ্রহপূর্বক ইউনিয়ন কমিটিতে প্রেরন করে।ইউনিয়ন কমিটি যাচাই-বাচাই করে উপজেলা কমিটিতে প্রেরন করে। উপজেলা কমিটির আপত্তি থা্কলে নিষ্পত্তিপূর্বক ভাতাভোগীরতালিকা অনুমোদন করে। অনুমদিত তালিকা মাতাবেক উপকারভোগীদের নামে কার্ড ইস্যু করা হয় ।

আবেদনকারীর ০৩ কপি ছিবি, আইডি কার্ডরে ফটোকপিসহ ক্ষুদ্র দলের নিকট তথ্য দিতে হবে। প্রাপ্ত তথ্যানুযাই ইউনিয়ন কমিটির তালিকা প্রস্তুত করে।

প্রাপ্তির স্থানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, সেনবাগ, নোয়াখালী।

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়। উপকারভোগীর ইউনিয়ন পিরিষদের মহিলা বিষয়ক কর্মকর্তা বা তার প্রতিনিধি,ট্যাগ অফিসার ও এনজিও কর্মীর উপস্থিতিতে খাদ্য প্রদান করা হয়। এনজিওদের মাধ্যমে আয়বর্ধক ও  সচেতনতামূলক প্রশিক্ষন দেয়া হয়।

০২ (দুই) বছর

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

সনবাগ, নোয়াখালী

মোবাঃ ০১৬২৩০৩৬৭৩৪

ইমেইল: uwaosenbug@gmail.com

০২

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকাল ভাতা প্রধান কর্মসূচি

সেবা প্রত্যাশী মহিলাদেরকে ইউনিয়ন কসিটির তালিকা ভুক্ত হতে হবে। ইউনিয়ন কমিটি বিধি-বিধান অনুসরন পূর্বক তালিকা প্রস্তুত করে উপজেলা কমিটিতে প্রেরন করে। উপজেলা কমিটির আপত্তি থা্কলে নিষ্পত্তি পূর্বক উপজেলা কমিটি তালিকা অনুমোদন করে। অনুমদিত তালিকা মাতাবেক উপকারভোগীদের স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকারভোগীদের নামে খোলা ব্যূাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রধান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৩কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, নাগরিকত্ব সনদ, গর্ভবতীকালীন সেবা কার্ড, ও ভাতাভোগীর মোবাইল নং।

প্রাপ্তির স্থানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, সেনবাগ, নোয়াখালী।

 

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়। এনজিওদের মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষন ও স্বাস্থ্য সেবা প্রধান করা হয় হয়।

জুলাই হতে জুন পর্যন্ত ০৩(তিন) বৎসর মেয়াদে এই সেবা প্রদান করা হয় ।

০৩

কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচি

সেবা প্রত্যাশী কর্মজীবি মহিলা যিনি ১ম/২য় সন্তানের মা হয়েছেন/ হতে যাচ্ছে এমন দুঃস্থ“মা” জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর নির্ধারিত আবেদন ফরমে আবেদন করবে। জেলা/উপজেলা কমিটি প্রার্থী যাচাই বাছাই করে ভাতা ভোগীর চুড়ান্ত তালিকা অনুমোদন করে। অনুমদিত তালিকা মাতাবেক উপকারভোগীদের স্ব-স্ব নামে ব্যাংক হিসাব খুলতে হয়। ৬ মাস পর পর উপকারভোগীদের নামে খোলা ব্যূাংক হিসাবের মাধ্যমে সেবা মূল্য প্রধান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৩কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, নাগরিকত্ব সনদ, গর্ভবতীকালীন সেবা কার্ড, ও ভাতাভোগীর মোবাইল নং।

প্রাপ্তির স্থানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, সেনবাগ, নোয়াখালী।

 

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়। এনজিওদের মাধ্যমে সচেতনতামূলক প্রশিক্ষন ও স্বাস্থ্য সেবা প্রধান করা হয় হয়।

জুলাই হতে জুন পর্যন্ত ০৩(তিন) বৎসর মেয়াদে এই সেবা প্রদান করা হয় ।

০৪

উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষন (আইজিএ)প্রকল্প ।

১৬-৪৫ বছর বয়সী মহিলাদের বিভিন্ন ট্রেডে(টেইলারিংও বিউটি্যিফকেশন) প্রশিক্ষন প্রদান এবং তাদের আয়-বর্ধক কর্মকান্ডে সম্পৃক্তকরণ।

নির্ধারিত আবেদন পত্রের সাথে ০২(দুই) কপি (পাসর্পোট সাইজ) ছবি, আইডি কার্ড/জন্ম নিবন্ধনের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটো কপি ও নাগরিকত্ব সনদপত্রের কপি।

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়।

০৩(তিন) মাস মেয়াদে এই  প্রশিক্ষন প্রদান করা হয় ।

০৫

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন ও অনুদান প্রদান

স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনের রেজিষ্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শনপূর্বক রিপোর্টসহ উপ-পরিচালকের কার্যালয়ে প্রেরন করবেন। উপ- পরিচালকের কার্যালয় কাগজপত্র যাচাই পূর্বক রেজিষ্টশন প্রাপ্তির মেয়াদ ১/২ বছর পূর্ন হওয়ার অনুদানের জন্য আবেদন করা যায়।

নির্ধারিত আবেদন পত্র, ট্রেজারি চালানের কপি,পরিদর্শন রিপোর্ট,সাধারণ সদ্যসদের নামের তালিকা, কার্যনির্বাহী কমিটির তালিকা, আসবাবপত্র ও যন্ত্রপাতির তালিকা, সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত গঠনতন্ত্র ও রেজুলেশনের কপি।উপ-পরিচালক/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ।

নিবন্ধন ফি: ২০০০ (দুই) হাজার টাকা এবং নিবন্ধন নেওয়ার পর নবায়ন ফি প্রতি বছর ৫০০/- (পাঁচশত) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে জমা দিতে হয়।

স্বেচ্ছা সেবী মহিলা সমিতি রেজিষ্ট্রেশন সারা বছর। অনুদান প্রতি বছর একবার ।

০৬

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা

জেলা/উপজেলা পর্যায়ে গঠিত নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সালিশীর মাধ্যমে সেবা প্রধান করে। সালিশ অমান্যের ঘটনা ঘটলে জেলা প্রশাসক/উপজেলা নির্বাহি অফিসার ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার মাধ্যমে আইনগত সহায়তার জন্য জাতীয় আইনগত সহায়তা কমিটি(রিগ্যাল এইড)নোয়াখালীতে পে্ররন করা হয়

 

সেবা প্রত্যাশী ঘটনার বিবরণ ও সালিশনামাসহ জেলা প্রাশাসক,উপজেলা নির্বাহী অফিসার

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়।

চলমান কর্মসূচি

 

 

 

 

 

 

০৭

জয়িতা অন্বেষনে বাংলাদেশ

তৃণমূল পর্যায়ে যারা শিকড় থেকে শিখরে উপনীত হয়েছেন তাঁরা পৌরসভা/ইউনিয়ন পরিষদের মেয়র/চেয়ারম্যান এর মাধ্যমে জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করবেঃ। ৫ ক্যাটাগরিতে প্রাপ্ত আবেদন সমূহ সরেজমিনে যাচাই-বাছাই পূর্বক উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে জইতা নির্বাচন করা হয়

 

নির্ধারিত আবেদন পএ জীবনবৃ্ত্তান্ত, ০৩(তিন) কপি সত্যায়িত ছবি ও আইডি কার্ড এর ফটোকপি। জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়/মেয়র/ইউপি চেয়ারম্যানের কার্যালয়।

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়। উপজেলা/জেলা ও বিভাগীয় পর্যায়ে নির্বাচিত জয়িতাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

০১(এক) বছরে এক বার এই সেবা প্রধান করা হয় ।

০৮

উদ্বুদ্ধকরন ও সচেতনতামূলক কার্যাক্রম

তৃণমূল পর্যায়ে যৌতুক ও বাল্যবিবাহ নিরোধ, নারীর প্রতি সহিংসতা রোধ, সকল শিশুর স্কুলমুখীকরন, বিবাহ নিবন্ধন, জন্মনিবন্ধন করন, শিশু শ্রমের অপকারিতা, ধোঁয়া ও ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্য ব্যবহারের অপকারিতা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু পাচার রোধ, বিশুদ্ধ পানির ব্যবহার প্রভৃতি বিষয়ে উদ্বুদ্ধকরন ও সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এই ধরনের সেবা পেতে আবেদন করার প্রয়োজন নাই। আলোচনা সভা, পথসভা উঠান বৈঠকের মাধ্যমেন বাস্তবায়ন করা হয়।

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়।

চলমান

০৯

দুঃস্থ মহিলা ও শিশু সাহায্য তহবিল

জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরাবর আবেদন করতে হবে। জেলা কমিটি আবেদন পত্রসমূহ যাচাই বাছাই  প্রয়োজনীয় সুপারিশসহ বোর্ড অব ট্রাস্টির অনুমোদন সাপেক্ষে এই সেবা প্রদান করা হয়।

নির্ধারিত আবেদন পত্রের সাথে  ২ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি,স্থানীয় জন প্রতিনিধির প্রত্যায়নপত্র ও জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে দাক্ষিল করতে হয়

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়।

চলমান

১০

মহিলাদের আত্ম-কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋন কার্যক্রম

নির্ধারিত আবেদন ফরম আবেদন করবে। উপজেলা কমিটির মাধ্যমে এই সেবা প্রধান করা হয়।

নির্ধারিত আবেদন ফরম, ৩ কপি ছবি, আইডি কার্ডের ফটোকপি, মেয়র/ চেয়ারম্যন  কতৃক নাগরিকত্ব সনদ, নন-জুডিশিয়াল স্ট্যাস্প(আবেদনকারী কতৃক সরবরাহকৃত),প্রাপ্তির স্থানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, সেনবাগ, নোয়াখালী । প্রাপ্তির স্থানঃ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়, সেনবাগ, নোয়াখালী।

সার্ভিস চার্জ সহ মাসিক ১০(দশ) কিস্তিতে পরিশোধ করতে হয়।

০১ বছর মেয়াদে এই সুবিধা প্রদান করা হয় ।

১১

কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প।

০৯টি ইউনিয়ন ও পৌরসভার সহ ১০টি কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা, সেক্সুয়াল রিপ্রোডাক্টটিভ হেল্থ এন্ড রাইটস (SRHR)বিষয়ে সচেতনতা বৃদ্বি করা, এবং আয় বর্ধক বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্বনির্বরশীল ও দক্ষ মানব সম্পদে রূপান্তর করা।

এই ধরনের সেবা পেতে আবেদন করার প্রয়োজন নাই। উপজেলা নির্বাহী অফিসার, স্কুল শিক্ষক, স্থানীয় প্রতিনিধির সাথে আলোচনা করে প্রতি ক্লাবে ১০জন কিশোর ও ২০জন কিশোরীর সমন্বয়ে ক্লাব গঠন করা হয়।

বিনা মূল্যে এই সেবা প্রধান করা হয়।

চলমান