Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

সেবার তালিকা :

 

১. বৃত্তিমূলক প্রশিক্ষণ : মহিলা প্রশিক্ষণ কেন্দ্রে তিন মাস মেয়াদী আধুনিক শো-পিছ ও ব্যাগ তৈরী, মোবাইল ফোন সার্ভিসিং, আধুনিক দর্জি বিজ্ঞান ও এম্ব্রয়ডারী, ব্লক-বাটিক এবং বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পরীক্ষা গ্রহণ পূর্বক সনদপত্র বিতরণ করা হয়।

২. দরিদ্র মা জন্য মাতৃত্বকাল ভাতা প্রদান কর্মসূচী : ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দু:স্থ গর্ভবতী মহিলাদের দুই বছর মেয়াদী মাসিক ৫০০/- টাকা হারে ভাতা বিতরণ করা হয়।

৩. কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল : পৌরসভা ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দু:স্থ গর্ভবতী / দুগ্ধদায়ি মহিলাদের দুই বছর মেয়াদী মাসিক ৫০০/- টাকা হারে ভাতা বিতরণ করা হয়।

৪.কিশোর-কিশোরী ক্লাবকিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের প্রান্তিক কিশোর-কিশোরীদের বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার বেইজড ভায়োলেন্স প্রতিরোধে সক্ষম করা, সেক্সুয়াল রিপ্রোডাক্টটিভ হেল্থ এন্ড রাইটস (SRHR)বিষয়ে সচেতনতা বৃদ্বি করা, এবং আয় বর্ধক বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্বনির্বরশীল ও দক্ষ মানব সম্পদে রূপান্তর করা।

৫. ভিজিডি কর্মসূচী : ইউনিয়ন ভিত্তিক সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দু:স্থ, অসহায় মহিলাদের দুই বছর মেয়াদী মাসিক ৩০ কেজি হারে খাদ্যশস্য গম/চাল বিতরণ করা হয়।

৬. ক্ষুদ্রঋণ কার্যক্রম : প্রশিক্ষণ প্রাপ্ত দু:স্থ ও অসহায় এবং ভিজিডি উপকারভোগীদের মাঝে আয়বর্দ্ধক কর্মসূচীর জন্য ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়।